সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভ্যাট আদায়ে দোকানে দোকানে মেশিন এ মাসে

রাজস্ব ঘাটতি ২০ হাজার কোটি টাকা : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

এ বছর মাত্র চার মাসেই সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। গতকাল এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর সময়ে রাজস্ব আদায় হয়েছে ৬৫ হাজার ৯৬ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হাজার কোটি টাকা কম। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগানে ভ্যাট দিবস ও সপ্তাহ-২০১৯ উদযাপন করা হবে। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রতি বছরই আমরা ব্যবসায়ীদের প্রচুর সহযোগিতা দিয়ে থাকি, যাতে স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। কিন্তু এর পরও যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় থাকে না। ভ্যাট আদায়ে হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে ভ্যাট আদায়ে কঠোর হবে এনবিআর। তিনি জানান, চলতি মাসেই ব্যবসায়ীদের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) দেওয়া হবে। প্রথমে ১০ হাজার মেশিন দেওয়া হবে। চলতি অর্থবছরেই ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এ মেশিন পাবে। মেশিনের মূল্য পড়বে ১৭ হাজার টাকা। ব্যবসায়ীদের কাছ থেকে পর্যায়ক্রমে এ মেশিনের মূল্য নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ৪৬ লাখ টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ। যারা এখনো রিটার্ন দাখিল করেননি তাদের করাঞ্চলের কর্মকর্তারা ফোন করবেন। তাদের রিটার্ন দাখিল করতে বলবেন। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য করা হবে।

সর্বশেষ খবর