মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদার মেডিকেল রিপোর্ট কাল যাচ্ছে আদালতে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট আগামীকাল আদালতে পাঠানো হবে। মেডিকেল বোর্ডের মতামত সংবলিত রিপোর্ট গতকাল বিকালেও হাতে পাননি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিকালে তিনি বলেন, ১১ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে আদালত থেকে পাঠানো চিঠি পেয়েছি। মেডিকেল বোর্ডের মতামত হাতে এসে না পৌঁছলেও আদালতের নির্দেশে নির্ধারিত দিনক্ষণেই রিপোর্ট পাঠানো সম্ভব হবে বলে আশাবাদী তিনি। উপাচার্য আরও বলেন, মতামত তিনি তৈরি করেন না, মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক অবস্থা পর্যালোচনা করে মতামত লিখে দেন। সে মতামতটাই তারা আদালতে পাঠিয়ে দেন। গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলে আদালতের নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রতিবেদন আদালতে দাখিল না করে সময় চান অ্যাটর্নি জেনারেল। ওইদিন কোনো প্রকার ব্যর্থতা ছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় আপিল বিভাগ।

সর্বশেষ খবর