মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
হোটেল ওলিওতে বিস্ফোরণ

১৪ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। গত ২৪ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে নথিপত্র বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।   আদালত সূত্র জানায়, চার্জশিটে ১৪ আসামির মধ্যে তাজুল ইসলাম নামে এক আসামি কিশোর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক একটি চার্জশিট দেওয়া হয়। পরে সেটি শিশু আদালতে পাঠানো হয়েছে। চার্জশিটের আসামিরা হলেন আকরাম হোসেন খান নিলয় ওরফে স্লেড উইলসন (২৪), নাজমুল হাসান ওরফে মামুন (২১), আবুল কাশেম ফকির ওরফে আবু মুসাব (২২), আবদুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক (৪২), তারেক মোহাম্মদ ওরফে আদনান (২২), কামরুল ইসলাম শাকিল ওরফে হারিকেন ওরফে রোবট ওরফে তানজিম (২৫), লুলু সরদার ওরফে সহিদ ওরফে মিস্ত্রি (৩০), তাজরীন খানম শুভ (২৯), সাদিয়া হোসনা লাকী (৪৬), আবু তোরাব খান (৫৬), তানভির ইয়াসিন করিম ওরফে হিটম্যান ওরফে জিন (৩২), হুমায়রা জাকির নাবিলা, নব মুসলিম আবদুল্লাহ (হিন্দু থাকাকালীন নাম ছিল রণবীর কান্তি দাশ রনি) (৩২) ও তাজুল ইসলাম ওরফে ছোটন ওরফে মোহাম্মদ ওরফে ফাহিম (১৭)।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ৩০০ মিটার দূরে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালান কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত সদস্যরা। অভিযানের এক পর্যায়ে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। ওই ঘটনায় কলাবাগান থানার এসআই সৈয়দ ইমরুল সায়েদ ১৫ জনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ খবর