বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দরপতনে আরও কমল সূচক

নিজস্ব প্রতিবেদক

দরপতনে আরও কমল সূচক

আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। এমন টানা দরপতনে ৪১ মাস আগের অবস্থানে ফিরে  গেছে ডিএসইর প্রধান মূল্য সূচক।

ডিএসইর লেনদেনে দেখা গেছে, দিনের লেনদেনের শুরুটা বেশ ভালো ছিল। প্রথমদিকে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও দাম বাড়ে। লেনদেনের প্রথম ১৫ মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী হলেও লেনদেনের প্রথম তিন ঘণ্টা ডিএসইর প্রধান মূল্য সূচক ধনাত্মক থাকে। কিন্তু শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে দিনের লেনদেন শেষে ৯৬টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান পায়। বিপরীতে দাম কমে ২০৩টি প্রতিষ্ঠানের। আর ৫৪টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল। সিংহভাগ প্রতিষ্ঠানের দরপতনের ফলে সূচক কমে যায়। লেনদেন  শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা  তিন দিন পতনে ডিএসইর প্রধান মূল্য সূচক কমল প্রায় ১৮০ পয়েন্ট। বাজারে দিনভর লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭৫ কোটি ২৯ লাখ টাকা।  সে হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৫৮ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর