বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় কপাল পুড়ল মিজানের, খালেক হারুন স্বপদে

বিএনপি পথহারা পথিকের মতো : কাদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে তা ছিল আলোচনায়। শেষ পর্যন্ত খুলনা জেলা সাধারণ সম্পাদক পদে সুজিত অধিকারী দায়িত্ব পেয়েছেন। বাদ পড়েছেন মহানগরীর দাপুটে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হারুনুর রশীদ ও মহানগরী সভাপতি পদে তালুকদার আবদুল খালেক পুনর্বহাল হয়েছেন।

গত সংসদ নির্বাচনেও খুলনা-২ আসনে মনোনয়ন পেতে ব্যর্থ হন মিজানুর রহমান। দীর্ঘ ১৫ বছর পর মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এলো। মহানগরীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম ডি এ বাবুল রানা। তিনি মহানগরীর যুগ্মসম্পাদক ছিলেন। দলের মধ্যে সৎ ও ত্যাগী নেতা হিসেবে সুনাম রয়েছে তার। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠে নগরী ও জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৪ সালে খুলনা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহানগরী আওয়ামী লীগে একক ক্ষমতার অধিকারী হন মিজানুর রহমান। তবে আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও নানা কারণে বিতর্কিত হতে থাকেন তিনি। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের পর খুলনা আওয়ামী লীগে নতুন মেরুকরণ হয়। দুদকের মামলাসহ নানা অভিযোগে মিজান ও তার অনুসারীরা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি চোরাবালিতে আছে, পথহারা পথিকের মতো। ইতিমধ্যে দুই উইকেট পড়েছে, আরও পড়বে। আন্দোলনের ডাক দেয় শুনি, দেখতে দেখতে ১১ বছর। আন্দোলন হবে কোন বছর? বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার মুখে দুর্নীতিবিরোধী কথা শুনলে হাসি পায়। যেন ভূতের মুখে রাম নাম। আপনাদের সময়ে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ। স্বাগত বক্তৃতা করেন মহানগরী আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বক্তৃতা করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সাবেক মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর