বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণপূর্ত অধিদফতরের ১১ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের পরিচালক সৈয়দ ইকবাল  হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, তলবকৃত প্রকৌশলীদের ১৮, ১৯ ও ২৩ ডিসেম্বর কমিশনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন ও আবদুল মোমেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাকে ১৮ ডিসেম্বর সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুর কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিনকে ১৯ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ, ফজলুল হক ও উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকে ২৩ ডিসেম্বর দুদকে তলব করা হয়েছে। দুদক সূত্র জানায়, এই ১১ প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার জি কে শামীম গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন। তাদের জিজ্ঞাসাবাদের সময় সে বিষয়টিও খতিয়ে দেখবে সংস্থাটি। গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোকান্ডে  জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৬টি মামলা দায়ের করে দুদক। দুদকের এসব মামলায় ঠিকাদার জি কে শামীম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ অনেকেই আসামি হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর