বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

বঙ্গবন্ধু সাফারি পার্কে ভালুক সিংহের ঘরে নতুন অতিথি

মোস্তফা কাজল

বঙ্গবন্ধু সাফারি পার্কে ভালুক সিংহের ঘরে নতুন অতিথি

গাজীপুরে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ ও ভালুকের বাচ্চা হয়েছে। ভালুকের বাচ্চাটি শনিবার ও সিংহীর বাচ্চাটি অন্তত ১৫ দিন আগে ভূমিষ্ঠ হলেও পার্ক কর্তৃপক্ষ গতকাল এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ভালুক ও সিংহের পরিবারে নতুন অতিথির আগমনে সেখানে বইছে আনন্দের বন্যা। এ ছাড়া প্রথমবারের মতো ভালুক পরিবারে নতুন অতিথির জন্ম নেওয়ায় পার্ক কর্তৃপক্ষ এ নিয়ে নতুন সম্ভাবনা দেখছেন। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শনিবার আফ্রিকার ভালুকের বেষ্টনীর ভিতরে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। পরে দেখা যায় গর্তের মধ্যে মা ভালুক বাচ্চা নিয়ে বসে আছে। এরপর থেকে গর্তের মধ্যেই মা ভালুককে খাবার দেওয়া হচ্ছে। প্রাকৃতিকগত ভাবেই মা ভালুকেরা বাচ্চার প্রতি অতি সতর্ক থাকে। এ সময় হিংস্রতা বেড়ে যায়। এ জন্য গর্তের ভিতরে ভালুকের কয়টি বাচ্চা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া নিরাপত্তার কথা ভেবে কাছে যাওয়া হয়নি। কয়েক দিনের মধ্যেই বাচ্চার সংখ্যা জানতে চেষ্টা করা হবে। ভালুকেরা সাধারণত একসঙ্গে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়। পার্কে প্রথমবারের মতো ভালুকের বাচ্চা হওয়ায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি আরও জানান, সিংহ পরিবারেও নতুন অতিথির আগমন ঘটেছে। গতকাল দুপুরের দিকে সিংহের বেষ্টনীতে একটি সিংহীকে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়। সিংহ শাবকের জন্মের সময় সাধারণত চোখ ফোটে না। এ জন্য তিন থেকে ১১ দিন সময় লাগে। নতুন জন্ম নেওয়া শাবকটির চোখ ফুটেছে। দেখে মনে হয়েছে বয়স অন্তত ১৫ দিন। জন্মের সময় এদের ওজন ১-৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ সময় সিংহী তার বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণ করে। সেখানে সঙ্গীদের পর্যন্ত যেতে দেয় না। তিনি আরও জানান, বাচ্চা ১০-১৫ দিন পর হাঁটতে পারে। ৪-৫ মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবারও খাওয়ানো হয়। এরা প্রায় বছর দুয়েক পর্যন্ত মায়ের কাছাকাছি থাকে। প্রধান খাদ্য গরুর মাংস। এ ছাড়া প্রতি শুক্রবার জ্যান্ত খরগোশ দেওয়া হয়। সদ্যজাতের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। এ নিয়ে পার্কে সিংহের সংখ্যা দাঁড়াল ১৬টিতে। তবে নতুন বাচ্চাটি পুরুষ না স্ত্রী প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত সাফারি পার্কে ১১টি সিংহ শাবকের জন্ম হয়েছে। তবে বিভিন্ন ধাপে সেখান থেকে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় চারটি সিংহ সরবরাহ করা হয়েছে। ফলে সাফারি পার্ক কর্তৃপক্ষ ভালুক প্রজননে নতুন করে পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর