বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

রাজশাহীর সেই টিপু রাজাকারের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আবদুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে রাজশাহীতে ১৯৭১ সালে হত্যা ও গণহত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেয় আদালত। গতকাল বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মৃত্যুদন্ডের এ রায় দেয়। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ৪১তম রায় ঘোষণা করল। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। রায়ের দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি, তাপসকান্তি বল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। ২০১৮ সালের ২৭ মার্চ মামলার তদন্ত শেষ করে ৪২০ পৃষ্ঠার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেন (আইও) তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন। একই বছরের ২৯ মে জামায়াতে ইসলামীর সাবেক এই নেতার বিরুদ্ধে দুটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

রায়ে উচ্ছ্বসিত শহীদদের স্বজনরা : নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রায় ঘোষণার খবর রাজশাহীতে পৌঁছার পর নগরীর শহীদ মিনারে অবস্থান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মামলার সাক্ষী ও একাত্তরে রাজশাহীতে নিহত শহীদদের স্বজনরা। টিপু রাজাকারের রায় যেন দ্রুত কার্যকর হয় তারা সেই দাবি জানান। এ সময় শহীদ চান মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান হাবিব বলেন, এটি একটি প্রত্যাশিত রায়। শহীদ সাইজুদ্দিন শেখের ছেলে হাসানুজ্জামান হাসানী বলেন, রায়ে আমরা খুশি। এখন যেন দ্রুত রায় কার্যকর হয় সেই প্রত্যাশা করি।

সর্বশেষ খবর