বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দলে দূষিত রক্ত থাকতে পারবে না : কাদের

হবিগঞ্জে সভাপতি জাহির সম্পাদক আলমগীর

হবিগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত থাকতে  পারবে না। দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন আবু জাহির। আর সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর চৌধুরী। তিনি আগের কমিটির সহ-সভাপতি ছিলেন। সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলনে গোপন ভোটে আবু জাহির সভাপতি এবং আবদুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার আবদুল মজিদ খানকে জাতীয় পরিষদের সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, ২০০১ সালে বিএনপি মাইনরটিদের ওপর যে অত্যাচার করেছে তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়। একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরটিবান্ধব সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. আবু জাহির এবং মো. আবদুল মজিদ খান সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ প্রমুখ।

সর্বশেষ খবর