বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের অবরোধ অনশন

প্রতিদিন ডেস্ক

মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাতিল ও পাট কিনতে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে উৎপাদন বন্ধ রেখে মঙ্গলবার দুপুরের পর থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে। শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা। শ্রমিকরা জানায়, অনশন চলাকালে ক্রিসেন্ট জুট মিলের মাজেদুল ইসলাম, সুলতান সরদার, প্লাটিনাম জুট মিলের আবুল খায়ের, মোস্তাফিজুর ও হিরণ মিয়াসহ ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।। রাজশাহী : দাবি আদায়ের লক্ষ্যে ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মতো কর্মসূচিও পালন করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। মঙ্গলবার থেকে চলমান আমরণ অনশন ও শীতের কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। নরসিংদী : কন কনে শীত উপেক্ষা করে ইউএমসি জুট মিলগেটের সামনে শ্রমিকরা রাতভর কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করছেন। দাবি আদায় না হলে তারা ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর