বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সান্ধ্য কোর্স বন্ধের নিদের্শনা ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

সান্ধ্য কোর্স পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হয় উল্লেখ করে তা বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে ১৩টি নির্দেশনাসংবলিত চিঠি পাঠানো হয়েছে; যার অনুলিপি দেওয়া হয়েছে বঙ্গভবন, গণভবন ও শিক্ষা মন্ত্রণালয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ আসার পর ইউজিসির পক্ষ থেকে এ নির্দেশনা এলো। এ ছাড়া সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের তীব্র সমালোচনা করেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম স¦াক্ষরিত চিঠিতে বলা হয়, দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কমিশনের অনুমোদন ছাড়াই নতুন বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিটিউট খুলে শিক্ষার্থী ভর্তি করে যাচ্ছে। তা ছাড়া শিক্ষক-কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। এমনকি পদোন্নতি ও পদাবনতির ক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় ঘটানো হয়। সরকারের আর্থিক বিধি লঙ্ঘন করে জ্যেষ্ঠতা দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেক ক্ষেত্রে উপাচার্যরা নানা নিয়ম-নীতি প্রতিপালনে শিথিলতা দেখাচ্ছেন। এটি উচ্চশিক্ষা প্রশাসনে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও দুর্নীতি রয়েছে। অনেক উপাচার্য অনিয়ম করছেন। তাই তাদের সতর্ক করা হলো।

 আমরা উচ্চশিক্ষার বিদ্যাপীঠে অনিয়ম, দুর্নীতি দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে অনিয়ম মেনে নেওয়া যায় না।’

ইউজিসির নির্দেশনায় আরও বলা হয়, নতুন অনুষদ, বিভাগ, প্রোগ্রাম বা ইনস্টিটিউট খোলার পাশাপাশি নতুন পদ সৃজনেও কমিশনের পূর্বানুমোদন নিতে হবে। ক্লাসরুম থেকে শুরু করে হল, অফিস ও ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যৌন হয়রানি, র‌্যাগিং, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ খবর