শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হেরিটেজ উইন্টার কার্নিভাল শুরু

নিজস্ব প্রতিবেদক

হেরিটেজ উইন্টার কার্নিভাল শুরু

রাজধানীতে দুই দিনব্যাপী হেরিটেজ উইন্টার কার্নিভাল গতকাল শুরু হয়েছে। গুলশান লেক পার্কে বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশন, গুলশান সোসাইটি ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীনা দূতাবাসের কনস্যুলার ইয়াং হেলান, গুলশান সোসাইটির সভাপতি শাখোয়াত আবু খায়ের মোহাম্মদ ও ফাউন্ডেশনের সভাপতি টুটলী রহমান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একসময় মসলিন ছিল এদেশের ঐতিহ্য ও গৌরব। বাঙালির চেতনা, ঐতিহ্য জড়িত হস্তশিল্পে। যারা ঐতিহ্য ভুলে যায় তাদের শিকড় নড়বড়ে হয়ে পড়ে। আমাদের ঐতিহ্যকে লালন করেই এগিয়ে যেতে হবে। দেশের টাঙ্গাইলের শাড়ি, জামদানি দেশে-বিদেশে সমাদৃত। পৃথিবীজুড়েই এখন হস্তশিল্পের দাম বাড়ছে। কার্নিভালে নানা হস্তশিল্প, মৃৎশিল্প, নকশি, জামদানি ও হ্যান্ড প্রিন্টেট শাড়িসহ বিভিন্ন পণ্যের পসরা বসিয়েছে স্টলগুলো। এছাড়া উৎসবে শিশুদের জন্য ফেস পেইন্ট, নাগরদোলা, চরকি, বায়োস্কোপ ও বানর নাচের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর