শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করেছে ভারত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সংশোধিত নাগরিকত্ব আইন (এনআরসি) নিয়ে উত্তপ্ত অবস্থা তৈরি হওয়ায় ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতের মেঘালয় সরকার। গতকাল সকাল থেকে হঠাৎ করে মেঘালয় সরকার এই সিদ্ধান্ত কার্যকর করে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

জানা গেছে, সীমান্তবর্তী মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়েছে। এমতাবস্থায় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন পর্যটকরা। শিলং বেড়াতে গিয়ে কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হন এজন্য গতকাল সকাল থেকে ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় মেঘালয় সরকার। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েন অনেক পর্যটক। একটি সূত্র জানায়, সকালেই দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক ভিড় করেন তামাবিল স্থলবন্দরে। এ সময় তামাবিলে ইমিগ্রেশনের কাজ শেষ করে কয়েকজন পর্যটক ভারতের ডাউকি ইমিগ্রেশন সেন্টারে যান। সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তামাবিল ইমিগ্রেশনের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে পর্যটকরা ফিরে আসেন। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা উঠতে পারে তা বলতে পারছেন না দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর