শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনা নাগরিক খুনের কূলকিনারা হয়নি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে চীনা নাগরিক জো জিয়াং হু হত্যাকান্ডের কূলকিনারা করতে পারেনি পুলিশ। গত তিন দিন ধরে এই হত্যাকান্ডের তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়নি। তবে সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন এবং সীমানা প্রাচীরের ভিতরেই মাটিচাপা দেওয়ার কারণে খুনি পরিচিতজনদের মধ্যেই- এটা অনেকটাই নিশ্চিত সংশ্লিষ্টরা। ব্যবসায়িক বিরোধেই হত্যা, এমন সন্দেহের ওপরই এখনো আবদ্ধ তদন্ত- সংশ্লিষ্টরা। জানা গেছে, গতকাল নিহতের স্ত্রী লিন জু ফান ও তার ব্যবসায়িক পার্টনার লুই সি সিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত-সংশ্লিষ্টরা। জানার চেষ্টা করেছেন তার ব্যবসা-সংক্রান্ত নানা তথ্য। কারণ বনানী ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ওই ভবনের ৫/বি এবং ৬/বি ডুপ্লেক্স ফ্লাটটি (বাসা কাম অফিসটি) জো জিয়াং তার ব্যবসায়িক লুই সি সি-এর মাধ্যমে শামীম খানের কাছ থেকে মাসে ১ লাখ ৫৫ হাজার টাকায় দুই বছরের জন্য ভাড়া নিয়েছিলেন। জো জিয়াং হুকে খুন করা হলেও ওই ফ্ল্যাট থেকে কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী লিন জু ফান। তবে মাঝখানে বেশ কিছুদিন তার ব্যবসার অবস্থা খারাপ থাকলেও বর্তমানে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি প্রজেক্টে জো জিয়াং কাজ পেয়েছিলেন। এ বিষয়টি চীনা নাগরিকসহ অনেকেরই ঈর্ষার কারণ হয়েছিল। এদিকে সুবাস্তু মাহবুবা হাইটস-এর সিসিটিভি সিস্টেমের ডিভিআর এডাপ্টর এবং এর সঙ্গে থাকা ডেক্সটপের হার্ডওয়্যারের ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তদন্ত সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগে থেকেই বিকল হয়ে না থাকলে ডাটা মুছে ফেলা হলেও ওই হার্ডড্রাইভ থেকে তা পুনরুদ্ধার করা সম্ভব। তখনই বেরিয়ে আসবে খুনির চেহারা।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, জিয়ানহু পদ্মা সেতু প্রকল্পে পাথর সরবরাহের কাজ করতেন। এর আগে তিনি কাপড়ের ব্যবসা করতেন। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ছয়তলার ৬বি ফ্ল্যাটে ফিরেছিলেন তিনি। রাতের কোনো এক সময় তাকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। সুদীপ কুমার আরও জানান, জিয়ানহু এক ছেলে, এক  মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওই বাসায়ই থাকতেন। তিনি গত ২৩ অক্টোবর চীন থেকে সর্বশেষ ঢাকায় আসেন। নিহতের পাসপোর্ট নম্বর ই-০৫৪৭৫১০১। জন্ম তারিখ লেখা ৬  সেপ্টেম্বর ১৯৭২। আর ঠিকানা লেখা ফুজিয়ান। তিনি বনানীর ওই বাড়ির ছয়তলায় থাকতেন। গত বুধবার দুপুরে জো জিয়াং হু-র লাশ (৪৮) বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার দেয়াল এবং সীমানা প্রাচীরের মাঝখানে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। খুনিরা নিজেদের আড়াল করতে সিসিটিভি ক্যামেরার সংযোগ এবং আগের ফুটেজ মুছে ফেলে।

সর্বশেষ খবর