শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পকেটে দুই কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জ্যাকেট ও পাঞ্জাবির পকেট থেকে দুই কেজি সোনা জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় সৈয়দ আহমেদ মল্লিক নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মদিনা থেকে আসা এ যাত্রীর কাছ থেকে প্রায় এক কোটি ৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১২০ গ্রাম সোনা পাওয়া যায়। গতকাল ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদিনা থেকে আসা যাত্রী সৈয়দ আহমেদ মল্লিককে চ্যালেঞ্জ করা হয়। তাকে তল্লাশি করে তার জ্যাকেট ও পাঞ্জাবির পকেট থেকে ১৭টি চুড়ি আকৃতির সোনা পাওয়া যায়। জব্দ সোনার ওজন ২ কেজি ১২০ গ্রাম। আটক যাত্রীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর