শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কক্সবাজারে আট লাখ ইয়াবা উদ্ধার আটক চার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-৭ বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত চার ইয়াবা কারবারিকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, একই এলাকার দলিলুর রহমানের ছেলে সৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর ও সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল। র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মিয়ানমার থেকে ইয়াবার একটি  বড় চালান এনে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীতে মজুদ করে রাখার প্রস্তুতি নিচ্ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত নুর হাফেজসহ তার তিন সহযোগীকে  আটক করা হয়েছে। আটকের পর প্রাথমিক স্বীকারোক্তিতে তাদের কাছ থেকে ৮ লাখ ১০ পিস ইয়াবা, ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর