রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন ওরফে রুম্পার দেহে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। গতকাল দুপুরে ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল  মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। সোহেল মাহমুদ বলেন, রুম্পার লাশের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অন্য যেসব পরীক্ষা দেওয়া হয়েছিল, সেগুলোর রিপোর্ট পাওয়া যায়নি। সেসব রিপোর্ট এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন রাতে স্বজনরা রমনা থানায় লাশের ছবি দেখে রুম্পাকে শনাক্ত করেন। রুম্পা রাজারবাগ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ইংরেজি বিভাগে ভর্তি হন। তার বাবা রোকন উদ্দিন হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক। সিদ্ধেশ্বরীর যে স্থানে রুম্পার লাশ পড়ে ছিল, এর আশপাশের বিভিন্ন ভবন ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। একই সঙ্গে রুম্পার বন্ধু আবদুর রহমান ওরফে সৈকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখন পর্যন্ত পুলিশ রুম্পার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

সর্বশেষ খবর