রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে র‌্যাবের হাতে আটকের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা-অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল ভোররাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন নয়াবাজার এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আমিন ওরফে নুর হাফেজ (৩২) ও তার সহযোগী সাব্বির আহমদের ছেলে মো. সোহেল (২৭)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাব সদস্যরা ৮ লাখ ইয়াবা ও অস্ত্রসহ আটক করে চার মাদক কারবারিকে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা রুজু করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মশিউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের একটি দল ওই আসামিদের নিয়ে ইয়াবা উদ্ধারে রঙ্গিখালী গাজী পাহাড় এলাকায় অভিযানে যায়। এ সময় আসামিদের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তাদের গুলিতে পুলিশের এসআই কামরুজ্জামান, এএসআই সনজীব দত্ত, মিশকাত উদ্দিন, কনস্টেবল সিকান্দর আলী ও মহিউদ্দিন আহত হন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে ৯৫ হাজার পিস ইয়াবা, ৬টি দেশে তৈরি এলজি, ১৮ রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ নুর হাফেজ ও সোহেলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর