শিরোনাম
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফার্মগেটে বাসের ধাক্কায় ছেলের সামনে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে বোনের বাসায় দাওয়াত খেয়ে মা সখিনা বেগমকে মোটরসাইকেলে চড়িয়ে বাসায় ফিরছিলেন উপকৃষি কর্মকর্তা শামীম আহমেদ। বিকাল ৩টার দিকে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট আসতেই একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয় ওই মোটরসাইকেলকে। মুহূর্তেই ছেলের মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন মা সখিনা। তাকে পিস্ট করে টেনেহিঁচড়ে অন্তত ১০-১৫ ফুট দূরে নিয়ে যায় ঘাতক বাস। গুরুতর অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ ও চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে ওই মহিলাকে পিষ্ট হতে দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তবে মন গলেনি বাসচালকের। সখিনা বেগমকে চাপা দেওয়ার পরও তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ছেলে শামীমের বুকফাটা আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠছিল। একপর্যায়ে উপস্থিত লোকজন ও পুলিশ চালকসহ বাসটি আটক করে। তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার বলেন, ‘বাসের চালক শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহতের ছেলে শামীম আহমেদ সহকারী উপকৃষি কর্মকর্তা। চাকরি করেন খামারবাড়ি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তারা কারওয়ান বাজার এলাকা থেকে খামারবাড়ির দিকে যাচ্ছিলেন।

সর্বশেষ খবর