সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
খালেদা জিয়ার মুক্তি দাবি

ঢাকায় বিএনপির বিক্ষোভ-মিছিল পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে গতকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়েও এ কর্মসূচি পালিত হয়। রাজধানীতে থানা পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। বেশ কয়েকজন নেতা-কর্মী আহতও হন। ভাটারা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে ফুজি টাওয়ারের সামনে এসে  শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, সহসাধারণ সম্পাদক তহিরুল ইসলাম তুহিন, দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক প্রমুখ এতে উপস্থিত ছিলেন। কদমতলী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন থানার সভাপতি হাজী মীর হোসেন মীরু। মিছিলটি জুরাইন রেলগেট হতে খন্দকার রোড মুন্সিবাড়ী এসে শেষ হয়। সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি গোপীবাগ ব্রাদার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে শেষ হয়। কামরাঙ্গীরচর থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেনের  নেতৃত্বে মুসলিমবাগ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাতা মসজিদ এলাকায় শেষ হয়। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লালবাগ, চকবাজার, শাহজাহানপুর, মুগদা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, সবুজবাগ, নিউমার্কেট, শাহবাগ, রমনা, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ডেমরা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া থানার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন। মিরপুর, পল্লবী, রূপনগর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল মিরপুর ১১ নম্বর থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিক, রূপনগর থানা বিএনপির সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক মজিবুল হক প্রমুখ। তেজগাঁও, শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, শেরেবাংলা নগর থানা বিএনপি সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ও তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বাবু। খিলক্ষেত থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি এস এম ফজলুল হক, সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকে শুরু করে মোহাম্মদী হাউজিং লিমিটেড ৪ নম্বর রোডে গিয়ে শেষ হয়। তুরাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আমানউল্লাহ ভূঁইয়া আমান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খোকার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। কাফরুল, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল রোকেয়া সরণির কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে মনিপুর উচ্চ বিদ্যালয় শেওড়াপাড়া শাখার সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণখান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলী ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবলুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিমানবন্দর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি জুলহাস পারভেজ মোল্লা ও সাধারণ সম্পাদক মনির  হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিরপুর থানা বিএনপির আরেকটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আবদুলের  নেতৃত্বে অনুষ্ঠিত হয়। দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে সাধারণ সম্পাদক আরিফ মৃধার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির বনানী থানা বিএনপির একটি মিছিল মহাখালী পুরাতন কাঁচাবাজার থেকে শুরু হয়ে মহাখালী রেলগেটে শেষ হয়।

সর্বশেষ খবর