মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা সিটি ভোটের তফসিল নিয়ে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট নিয়ে দু-এক দিনের মধ্যে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকে  সিদ্ধান্ত হলে যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। ইসির কর্মকর্তারা বলছেন, দু-একদিনের মধ্যে কমিশনের বৈঠক হবে।  বৈঠকে আনুষ্ঠানিক তফসিল দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। বৈঠক শেষেও হতে পারে তফসিল ঘোষণা।

সূত্র জানিয়েছে, ২৬ ও ৩০ জানুয়ারি ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল হতে পারে। দুই সিটিতে ইভিএমে ভোট গ্রহণ হবে। ইসির কর্মকর্তারা বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার পর্যাপ্ত সময় দিতে ভোটের জন্য সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সালেও ৪০ দিন সময় রেখেছিল। এক্ষেত্রে তফসিল থেকে ভোট পর্যন্ত ৪২ দিন হাতে রেখে ৩০ জানুয়ারি ভোট করতে চাইলে ১৯ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে। আর ৩৮/৪০ দিন হাতে রাখতে চাইলে ২৩ ডিসেম্বরের মধ্যে দিতে হবে তফসিল। তবে ২৬ জানুয়ারি ভোট করতে চাইলে ১৯ ডিসেম্বরের মধ্যেই তফসিল দিতে হবে। কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহের মধ্যে তফসিল হওয়া উচিত। জানুয়ারির শেষে ভোট করতে হলে ২৩ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। আর মার্চে ভোট করতে হলে ফেব্রুয়ারিতেই তফসিল হবে। যদিও গত কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটিতে জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। কমিশন সিদ্ধান্ত দিলেই যেন সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিঠিপত্র পাঠানো সম্ভব হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ভোটের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছে নভেম্বরের শেষ ভাগে। আগামী মে মাসের প্রথমার্ধের মধ্যে এ ভোটের আয়োজন করার বাধ্যবাধকতাও রয়েছে ইসির সামনে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই ভোটের জন্য একটি সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে হবে সাংবিধানিক এ সংস্থাটিকে। ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

সর্বশেষ খবর