বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম আর নেই। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭৯ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এই কর্মকর্তা কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জয়নুল আবেদীনের লাশ দেশে আসবে।

সর্বশেষ খবর