বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভরিতে ১১৬৬ টাকা বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ভরিতে ১১৬৬ টাকা বাড়ল সোনার দাম

দেশের বাজারে এক মাসের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। গতকাল বাংলাদেশ জুয়েলারি সমিতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আজ থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এই ধাতু। এর আগে সোনার দাম বেড়েছে গত ১১ সেপ্টেম্বর। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম রয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম হবে ৫১ হাজার ৮৪৬ টাকা। এখন দাম রয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা।

এক মাসের ব্যবধানে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম বাড়লেও বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে সোনার দাম। প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এ ছাড়াও ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর