শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন চায় জাপা

------- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন চায় জাপা

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলটির গৌরবময় ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগ শুধু বাংলাদেশের প্রাচীনতম দলই নয়, বর্তমান   সময়ের এক নম্বর দলও। দলটির সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্য ও গণমানুষের জন্য সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে। সৃষ্টির পর থেকে আওয়ামী লীগ সাধারণের কথা বলেছে, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য সংগ্রাম করেছে। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আজ দলটির জাতীয় সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সেই গৌরবময় ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এমনটাই আশা করি। এমন নেতৃত্ব নির্বাচন করা হোক যারা আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্য অন্তরে ধারণ করে ও পালন করে। যারা নির্লোভ ও সাধারণ মানুষের জন্য কথা বলে। যাদের রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দাগ নেই। জি এম কাদের বলেন, যেহেতু আওয়ামী লীগ দেশের প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দল, তাই অন্য অনেক দলই তাদের অনুসরণ করে। এ জন্য আওয়ামী লীগের সম্মেলনটিও অন্য রাজনৈতিক দল ও নেতা-কর্মীদের জন্য অনুকরণীয় হওয়া উচিত। প্রত্যাশা করব, আওয়ামী লীগের সম্মেলনটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ খবর