শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিদেশগামীদের প্রতি প্রধানমন্ত্রী

দালাল-প্রতারক চক্রের ধোঁকায় পড়বেন না

প্রতিদিন ডেস্ক

কর্মসংস্থানের জন্য বিদেশগামীদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ দালাল ও প্রতারক চক্রের ধোঁকায় পড়বেন না। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা ব্যবহার করে বিদেশে গমন করুন। বাসস।

তিনি গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি সরকারি সুবিধার কথা উল্লেখ করে আরও বলেন, ‘রেজিস্ট্রেশনের সুযোগ আছে। কোথায় চাকরি করবেন তা যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে। যে দেশে যাবেন সেখানে চাকরির অবস্থা, বেতনের ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ রয়েছে। এমনকি সবাইকে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে।’ তিনি এসব ব্যবহার করে শ্রমিকদের  বিদেশে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আহ্বান জানাব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, কেউ যেন দালালদের ধোঁকায় না পড়েন। আর এই ধোঁকায় পড়ে কেউ কেউ তাদের ছেলেমেয়ে এমনকি বিয়ে করা স্ত্রীকেও বিদেশে পাঠিয়ে দেন। এমনকি বিক্রিও করে দেন অনেক স্বামী তার স্ত্রীকে। এরকমও অনেক ঘটনা আমরা পেয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি কিছু কিছু দালালের খপ্পরে পড়ে যায় আমাদের গ্রামবাংলার মানুষ। তাদের এরা বিদেশে পাঠিয়ে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায় এবং অনেকে সর্বস্ব বিক্রি করে বিদেশে পাড়ি জমায়।’ প্রধানমন্ত্রী যেসব দেশে প্রবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হন, সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি অনুরোধ করব যেসব দেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব দেশ এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান জর্জি জিগাউরি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সভাপতি বেনজির আহমেদ এমপি অনুষ্ঠানে বক্তৃতা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের সুরক্ষার জন্য বীমা পলিসি কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরকার ঘোষিত ৪২ জন প্রবাসী সিআইপির মধ্য থেকে অনুষ্ঠানে দুজন সিআইপিকে সম্মাননা প্রদান করেন। প্রধানমন্ত্রী পরে অভিবাসী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সর্বশেষ খবর