শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

হর্ন বাজিয়ে ৫০০ টাকা জরিমানা উপসচিবের

নিজস্ব প্রতিবেদক

নীরব এলাকা ঘোষিত বাংলাদেশ সচিবালয়ের আশপাশে হর্ন বাজানোয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিবকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ ১৫ চালককে জরিমানা করেছে পরিবেশ  অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ। তিনি সাংবাদিকদের জানান, সচিবালয়ের সামনের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন। উপসচিবের নাম না প্রকাশ করে কাজী তামজিদ বলেন, হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসনের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। তিনি অপরাধ করেছেন সে কারণে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এই অভিযানে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি। গত ১৫ ডিসেম্বর সচিবালয়কে নীরব এলাকা ঘোষণা করা হয়, ১৭ ডিসেম্বর থেকে যা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার মধ্যে রয়েছে সচিবালয় সংলগ্ন জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট। এই এলাকায় চালকদের হর্ন না বাজানোর অনুরোধ জানিয়েছে সরকার।

সর্বশেষ খবর