সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম-৮ উপনির্বাচন

বাবলু সরে দাঁড়ালেন নৌকা-ধানে লড়াই

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন বাবলু। এখন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপির আবু সুফিয়ান ও আওয়ামী লীগের মোছলেম উদ্দিনের ভোটের জয়-পরাজয়ে নগরীর পাঁচ ওয়ার্ডই ভূমিকা রাখবে। বিএনপির ভোট ব্যাংক হিসেবেও এলাকাটির পরিচিতি রয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ

কোন্দলসহ নানা সমস্যা থাকলেও নেই বিএনপিতে বড় ধরনের কোন্দল। সবমিলে ভোটারদের উপস্থিতিসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জয়-পরাজয় নিশ্চিত করতে চান সাধারণ ভোটাররা। মোট চার লাখ ৭৫ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে চসিকের পাঁচ ওয়ার্ডে রয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৬৫ জন ভোটার। জাতীয় সংসদ নির্বাচনে সব সময় নগরের ভোটারের দিকেই টার্গেট থাকে প্রার্থীদের। চট্টগ্রাম নির্বাচন অফিস জানায়, বোয়ালখালীর ৯টি পৌরসভা-ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকার পাঁচটি ওয়ার্ড নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। বোয়ালখালীর তুলনায় চট্টগ্রাম শহরাঞ্চলেই ভোটার বেশি। একইভাবে ভোট কেন্দ্রও বেশি চসিকের পাঁচ ওয়ার্ডে। বোয়ালখালীর এক পৌরসভা ও আট ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৩১ জন। অন্যদিকে পাঁচ ওয়ার্ডে ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৮৬৫ জন। মোট ১৭০টি ভোট কেন্দ্রের মধ্যে চসিকের পাঁচ ওয়ার্ডেই আছে ১০১টি কেন্দ্র। ভোটার ও ভোট কেন্দ্রের এমন হিসাবে ধারণা করা হচ্ছে প্রার্থীর জয়-পরাজয়ে পাঁচ ওয়ার্ডের ভোটাররাই ফ্যাক্টর হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন বোয়ালখালী আওয়ামী লীগের নিয়ন্ত্রক। পাশাপাশি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। মনোনয়ন যুদ্ধে যারা ব্যর্থ হয়েছেন তারা এখন মোছলেমের পক্ষেই অবস্থান নিয়ে নৌকাকে জয়ী করার ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম-৮ আসনের তিনবারের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। আগামী ১৩ জানুয়ারি এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর