বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিয়োগপত্র আছে চাকরি নেই

মির্জা মেহেদী তমাল

নিয়োগপত্র আছে চাকরি নেই

কাস্টমসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় পত্রিকায়। চাকরিপ্রার্থী আবেদন করেন। এরই মধ্যে প্রার্থীর সঙ্গে পরিচয় ঘটে মিডিয়া ম্যানের। এই ‘মিডিয়া ম্যান’ চাকরির ব্যবস্থা করে দেবেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। কথা হয়, নিয়োগপত্র পাওয়ার পর চুক্তির শেষ কিস্তি পরিশোধ করা হবে। মিডিয়া ম্যান প্রার্থীকে প্রবেশপত্র এনে দেন। লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সিভিল সার্জনের অফিসে গিয়ে স্বাস্থ্য পরীক্ষাও হয়ে যায়। ভেরিফিকেশনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদও চলে আসে। মাঝে মিডিয়া ম্যান প্রার্থীকে কাস্টমসের এক কর্মকর্তার রুম পর্যন্ত ঘুরিয়ে আনেন। সব প্রক্রিয়া শেষে টাকা হস্তান্তর। প্রার্থী ভীষণ খুশি। টাকা যায় যাক, চাকরি তো হচ্ছেই। চাকরি হলে এ টাকা কোনো ব্যাপার নয়। এরপর যোগদান করতে গিয়ে প্রার্থী জানতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার সনদ ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বাকি সব ডকুমেন্টই ছিল ভুয়া। মিডিয়া ম্যানকে তখন ফোন করেন প্রার্থী। এবারই প্রথম মিডিয়া ম্যানের ফোন বন্ধ পাওয়া যায়। সেই ফোন আর কোনো দিন সচল পাওয়া যায়নি। চাকরি পেতে জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করে তুলে দিয়েছিলেন মিডিয়া ম্যানের হাতে। অনৈতিক উপায়ে চাকরি পেতে গিয়ে পথে বসতে হয় প্রার্থীকে।

চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও সেনাবাহিনীতে নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত দুটি চক্রের সন্ধান পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর মধ্যে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর তাদের প্রতারণার প্রক্রিয়া নিয়ে পেয়েছে বিভিন্ন তথ্য। এর মধ্যে রিপন সিকদারকে (৩০) ১২ ডিসেম্বর ঢাকার সবুজবাগ থেকে গ্রেফতার করে পিবিআই। রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামের চৌমুহনী এলাকায় পূরবী হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আতিকুর রহমান চৌধুরী নাদিম (৩০) ও তোফাজ্জল হোসেনকে (৫৪)। তাদের কাছ থেকে জব্দ একটি পেনড্রাইভে সংরক্ষিত তথ্যে নিয়োগ প্রক্রিয়া ও প্রতারণার পুরো বিষয় উদ্ঘাটিত হয়। পিবিআই জানিয়েছে, এ চক্রের প্রতারণার কাজটি খুবই নিখুঁত। সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা, নিয়োগ কমিটির চেয়ারম্যানের সই করা প্রবেশপত্র দেওয়া, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা, এমনকি পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয়। সব প্রক্রিয়া শেষে নিয়োগপত্র নিয়ে সংশ্লিষ্ট প্রার্থী যখন চাকরিতে যোগ দিতে যান, তখন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ততক্ষণে প্রতারক চক্র মোবাইল বন্ধ করে গা-ঢাকা দেয়। পিবিআইর সন্দেহ, এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরের কেউ কেউও জড়িত আছেন। প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি প্রতিষ্ঠানের কারা জড়িত তাও তদন্তের আওতায় আনছে সংস্থাটি। গত ৯ সেপ্টেম্বর নীলফামারী থানায় অজয় ভট্টাচার্য নামে একজন প্রতারণার শিকার হয়ে মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির নাম রয়েছে। পিবিআই জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, অজয় ও তার স্ত্রীর বড় ভাই মিলনের কাছ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে চাকরি দেওয়ার নামে ২৬ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিটি আনোয়ার হোসেন বলা হলেও তার প্রকৃত নাম আতিকুর। পিবিআইর জেরায় আতিকুর জানান, তিনি নিজেও এমন প্রতারণার শিকার হয়েছিলেন। কাস্টমসে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল ১৩ লাখ টাকা। প্রতারিত হওয়ার পর আতিকুর ২০১৫ সাল থেকে নিজেই নেমে যান প্রতারণায়। নিজে প্রতারিত হওয়ার সময় প্রক্রিয়াগুলো শিখে নিয়েছিলেন। ছবি ঠিক রেখে আনোয়ার হোসেন নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। কাস্টমসের অভ্যন্তরীণ কারও কারও সহযোগিতা পান। ঢাকায় গিয়ে তোফাজ্জলের সঙ্গে পরিচয় এবং তার মাধ্যমে রিপনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পিবিআই-সূত্র জানান, আতিকুরের কাছ থেকে জব্দ করা পেনড্রাইভে প্রশ্ন, উত্তরপত্র, নিয়োগপত্র, প্রবেশপত্রের নমুনা পাওয়া গেছে। সেখানে বন্দর কাস্টমসের কর্মকর্তাদের নাম, পদবি, সই, সিল একেবারে হুবহু পাওয়া গেছে। তবে যেসব স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়, তার সবাই জাল বলে জানতে পেরেছে পিবিআই। পিবিআই জানায়, গ্রেফতার চক্রের সদস্যরা এ পর্যন্ত মোট ৫৩ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১২ থেকে ১৩ লাখ টাকা করে নিয়ে প্রতারণা করেছে বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৩ জনের নামে ভুয়া প্রবেশপত্র ও এর মধ্যে ২০ জনের নামে পুলিশ ক্লিয়ারেন্স এবং ২১ জনকে তারা ভুয়া নিয়োগপত্র দিয়েছে। চট্টগ্রাম বন্দরে একজনের নামে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের নামে চারজনকে এবং জাতীয় রাজস্ব বোর্ডে ২৭ জনের নামে ভুয়া নিয়োগপত্র দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর