শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জি এম কাদের ও রাঙ্গাই থাকছেন জাপার নেতৃত্বে

রওশন হতে পারেন প্রধান পৃষ্ঠপোষক

শফিকুল ইসলাম সোহাগ

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের অবর্তমানে আগামী শনিবার প্রথমবারের মতো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিল। এরশাদের জীবদ্দশায় চেয়ারম্যান ও মহাসচিব পদ নিয়ে তেমন একটা ভাবতে হয়নি নেতা-কর্মীদের। চেয়ারম্যান হিসেবে এরশাদ ছাড়া দ্বিতীয় কোনো নাম আসত না। তাছাড়া এরশাদ যাকে মহাসচিব ঘোষণা করতেন, নেতা-কর্মীরা তাকেই মেনে নিতেন। কিন্তু এরশাদের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করতে বেগ পেতে হচ্ছে। সূত্র জানায়, চেয়ারম্যান পদ ঘিরে জি এম কাদের ও রওশন এরশাদকে নিয়ে টানাপড়েন থাকলেও শেষ পর্যন্ত জি এম কাদেরই চেয়ারম্যান পদে থাকছেন। রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হচ্ছে। মহাসচিব পদে মসিউর রহমান রাঙ্গাই থাকার কথা। আর কো-চেয়ারম্যান পদে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কয়েকজন আসছেন। সম্মেলনে এমন ঘোষণাই আসতে পারে বলে পার্টির নির্ভরযোগ্য একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে। জানা গেছে, রওশন এরশাদ তার মনের মতো পদ না পাওয়ায় কাউন্সিলে অংশ না-ও নিতে পারেন। কিছু নেতা-কর্মীর মতে, মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তারা চাইলেও বিশেষ জায়গার সম্মতি না থাকায় তাকে মহাসচিব করা যাচ্ছে না। এ পদে আলোচনায় রয়েছেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, গোলাম মসিহ, মুজিবুল হক চুন্নু ও লিয়াকত হোসেন খোকা। জানা গেছে, পার্টির একটি বলয় চায় রওশন এরশাদ চেয়ারম্যান থাকুক। জি এম কাদের হবেন জাতীয় পার্টির নির্বাহী সভাপতি। বেগম রওশন এরশাদও চান পার্টিতে সম্মানজনক অবস্থান ও তার পছন্দের কিছু নেতা-কর্মী পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকুক। তবে অধিকাংশ নেতা-কর্মী জি এম কাদেরের পক্ষে। এ ব্যাপারে পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ বলেন, আমরাও চাই কাউন্সিলের মাধ্যমে দলে একটি দক্ষ ও যোগ্য নেতৃত্ব হোক এবং দল আরও শক্তিশালী হোক। প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এরশাদ আমাদের রাজনৈতিক আদর্শের পিতা ও বেগম রওশন মাতা। পল্লীবন্ধু জীবদ্দশায় জি এম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন এবং কাউন্সিলে পাস করিয়ে নেওয়ার জন্য কাউন্সিলরদের নির্দেশও দিয়ে গেছেন। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পার্টির ঐক্যের জন্য কাজ করেছি। ঐক্যবদ্ধ জাতীয় পার্টির সঙ্গে আছি। জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কারও একক সম্পদ নয়। পার্টির চেয়ারম্যান-মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদের জন্য যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

সর্বশেষ খবর