রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলা একাডেমির সাধারণ সভা নানা আয়োজনে

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভা। গতকাল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সভা।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অবহিত করেন।

মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেন। বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সারা দেশ থেকে আসা একাডেমির ফেলো, জীবন সদস্য ও সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন ঘোষণা করেন বার্ষিক সাধারণ সভার সভাপতি এবং বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৯ এবং বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৯ প্রাপ্তরা হচ্ছেন : ১. সৈয়দ আনোয়ার হোসেন-(শিক্ষা ও গবেষণা); শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (প্রকৌশল); জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক (চিকিৎসাসেবা); কুমুদিনী হাজং (সমাজসেবা); কাঙ্গালিনী সুফিয়া (সংগীত); আলী যাকের (সংস্কৃতি) এবং আসাদুজ্জামান নূর (সংস্কৃতি)।

প্রাবন্ধিক গবেষক ফরহাদ খান সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার ২০১৯; কবি মহাদেব সাহা মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯; কথাসাহিত্যিক পাপড়ি রহমান সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৯; অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০১৯ এবং মোকারম হোসেন নিসর্গ আখ্যান-গ্রন্থের জন হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০১৯-এ ভূষিত হয়েছেন। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-এর অর্থমূল্য ত্রিশ হাজার টাকা। ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক, কুমুদিনী হাজং, কাঙ্গালিনী সুফিয়া এবং আলী যাকেরের অনুপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা ফেলোশিপ গ্রহণ করেন। কবি মহাদেব সাহার অনুপস্থিতিতে তার প্রতিনিধি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণ এবং তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ‘সুরের ধারা’র শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর ছিল পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ খবর