রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গভীর রাজনৈতিক সংকট : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অত্যন্ত আশা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের জয় চেয়েছিলাম; কিন্তু সরকারের ভোট ডাকাতির জন্য তা করতে ব্যর্থ হয়েছে ঐক্যফ্রন্ট। জাসদ সৃষ্টি হয়েছিল স্বাধীনতার মূল চেতনা রক্ষার জন্য। সেই লড়াই জাসদ এখনো চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার ৪৮ বছর পর এসেও আমাদের বলতে হচ্ছে, আমরা গণতন্ত্র চাই। বর্তমানে দেশে রাজনৈতিক গভীর সংকট চলছে। দেশকে দুর্যোগ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সেই সংকট সমাধান জনগণের অভ্যুত্থান বা জনগণের আন্দোলন ছাড়া কখনোই সম্ভব নয়।’ গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। মির্জা ফখরুল আরও বলেন, ‘১৯৭৫ সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। সেদিন তারা মানুষের অধিকারগুলো কেড়ে নিয়ে, সব পত্রিকা বন্ধ করে দিয়ে মানুষের অধিকার হরণ করে নিয়েছিল। এখন আবার ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মুখোশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমাদের যে সংবিধান, আমাদের যে শাসনতন্ত্র এগুলোকে তারা ভেঙেচুরে খানখান করে দিয়েছে।’ সরকার দেশকে দুর্যোগ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে পরাধীন করে রাখতে বর্তমান সরকার পুতুল সরকার হিসেবে কাজ করছে। একদিকে রোহিঙ্গা অন্যদিকে ভারতের মুসলমানদের পুশইন। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, একজন নির্বাচন কমিশনার বলছেন, সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা তাদের নেই। তার পরও তারা নির্বাচন দিচ্ছেন। যাকে মানুষ নাম দিয়েছে ‘হাইব্রিড রেজিম’। নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা এই কমিশনের নেই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর