রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার

টঙ্গী প্রতিনিধি

দ্রুতগতিতে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি। নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লিদের জন্য প্রস্তুত হবে ময়দান। বিভিন্ন এলাকার মুসল্লিদের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন ময়দানে কাজ করছে প্রতিদিন। আগামী ১০ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থি মুসল্লিরা ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর  দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা   আয়োজন করবে। ময়দানে আগত সব জেলার মুসল্লিরা ৮৪খিত্তায় অবস্থান করবেন। গতকাল দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এ সময় তিনি ইজতেমা ময়দানে প্যান্ডেল  তৈরি কাজের খোঁজ-খবর নেন এবং মুসল্লিদের চলাচলের রাস্তা ও সব সুযোগ-সুবিধার খবর শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, পুলিশের এডিসি ক্রাইম শাহাদত হোসেন, এসি আহসানুল হক, পশ্চিম থানার ওসি এমদাদুল হক, পূর্ব থানার ওসি কামাল হোসেন ও সিটি কর্পোরেশন-এর কর্মকর্তাবৃন্দ। ইজতেমা আয়োজক কমিটির সদস্য  ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, আল্লাহর রহমতে আমরা সময়ের আগেই ইজতেমা ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর