রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিমানবন্দরে এবার পৌনে দুই মণ সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে এবার পৌনে দুই মণ সোনা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করা হয়েছে।

কাস্টম কর্মকর্তারা জানান, গতকাল রাত সোয়া ১০টার দিকে এ সোনা উদ্ধার করা হয়। আমদানি কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়। এসব সোনা কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।

এক কর্মকর্তা জানান, সিঙ্গাপুর থেকে আসা বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে সোনার চালানটি ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো। মোট ওজন ৬৪ কেজি। এ ঘটনায় কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি। কারা বিপুল পরিমাণ এই সোনার চালান এনেছে এবং এগুলো কোথায় কার কাছে পাঠানোর কথা ছিল সবই খতিয়ে দেখা হচ্ছে। জড়িতরা দ্রুত চিহ্নিত হবেন।

সাম্প্রতিক সময়ে ধরা পড়া সোনার চালানের মধ্যে এটা অন্যতম বড় বলে জানান কাস্টম কর্মকর্তারা।

সর্বশেষ খবর