সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাকরিচ্যুতির প্রতিশোধ খুন

নিজস্ব প্রতিবেদক

চাকরিচ্যুতির প্রতিশোধ নিতেই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেনকে খুন করা হয়েছে। বুধবার দেশের বিভিন্ন স্থান থেকে হত্যায় সরাসরি জড়িত পাঁচজন গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. গোলাম রাব্বী, মো. বাবুল প্রধান ওরফে বাবু, মো. সোহেল প্রধান, মো. ইমন হোসেন ওরফে হাসান এবং মো. আলামিন খন্দকার ওরফে রিহান। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত  ছুরি ও রক্তমাখা দড়ি। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, গত ২৫ ডিসেম্বর ভোরে তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তি নিকেতনের ১২৮ নম্বর বাসায় ব্যবসায়ী তোবারক হোসেন খুন হন। তোবারকের দোকান ও ব্যবসার কিছু অংশ দেখভাল করত শাহিন ও শিহাব নামে দুই কর্মচারী। আর্থিক অসদুপায় অবলম্বনের অভিযোগে তোবারক শাহিনকে বরখাস্ত করে নতুন কর্মচারী নিয়োগ দেন। এরপর থেকে শাহিন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তোবারকের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করতে থাকে। সোহেল নামে এক ব্যবসায়ীর সঙ্গে শিহাবের কথা হয়। শিহাব জানত তোবারক ব্যবসায়ী হওয়ায় নগদ টাকা ফ্ল্যাটে রাখতেন। সেই টাকা লুটের জন্য ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক চাঁদপুরের চারজন ও কুমিল্লার একজনকে ভাড়া করা হয়। ২৫ ডিসেম্বর ভোরে ফজরের নামাজের সময় তোবারকের শান্তিনিকেতনের বাসার নিচে তারা পৌঁছায়। বাসার দারোয়ান গেট খুলে মসজিদে গেলে ইমন নিচে নামে এবং ওই ফ্ল্যাটে ঢোকার গলির মুখ থেকে রাব্বী, বাবু, রিমন, শিহাব ও হৃদয়দের নিয়ে চারতলার ফ্ল্যাটে অবস্থান নেয়। শাহিন ও সোহেল বাইরে অবস্থান করে। হাসান ও অন্যরা ছুরি, স্কচটেপ ও দড়ি নিয়ে ভিকটিমের শয়নকক্ষে ঢুকে ঘুমন্ত তোবারক হোসেন ও সহকারী সাইফুলকে বিছানায় চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাত-পা বেঁধে ফেলে। চোখে-মুখে স্কচটেপ লাগিয়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় বাবু নামে ভাড়াটে সন্ত্রাসীও ছুরিকাঘাতে আহত হয়। তোবারক নিস্তেজ হয়ে গেলে আহত সাইফুলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে আলমারিতে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এরপর নর্দায় মেসে গিয়ে টাকা ভাগবাটোয়ারা করে সবাই ঢাকার বাইরে চলে যায়।

ওই ঘটনায় জড়িত শাহিন, শিহাব ও হৃদয় পলাতক। তাদের গ্রেফতার করতে পারলে মোট কত টাকা লুট করা হয়েছিল তা স্পষ্ট হবে।

সর্বশেষ খবর