মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রতিযোগিতা থেকে বাণিজ্য বন্ধু হতে চায় ভিয়েতনাম, অগ্রাধিকার ১১ খাত

রুকনুজ্জামান অঞ্জন

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে সম্প্রতি পেছনে ফেলা ভিয়েতনাম প্রতিযোগী নয়, বাংলাদেশের বাণিজ্য বন্ধু হতে চায়। সম্প্রতি অনুষ্ঠিত দুই দেশের যৌথ বাণিজ্য কমিটি (জেটিসি)-এর দ্বিতীয় সভায় হ্যানয় থেকে এই বার্তাই দেওয়া হয়েছে ঢাকাকে। এমনকি বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে সহায়তার বিষয়েও আশ্বস্ত  করেছে দেশটি। এ ছাড়া দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়াতে একটি যৌথ ব্যবসা কাউন্সিল গঠনে সম্মত হয়েছে দুই দেশ। ২০২১ সাল নাগাদ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়েও উভয় পক্ষ নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারের কাছাকাছি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় জেটিসির এই সভাটি ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে হ্যানয়ে। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দীন নেতৃত্ব দিলেও ভিয়েতনামের পক্ষে দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী কও কোক হ্যাং নেতৃত্ব দেন। সচিব পর্যায়ের বৈঠকে একজন মন্ত্রীর নেতৃত্ব দেওয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের আগ্রহের বিষয়টি উঠে এসেছে। বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দীন বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য ১১টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। কৃষি বাণিজ্য, ওষুধ রপ্তানি, আইসিটি খাত, বস্ত্র ও পোশাক খাতের দ্বিপক্ষীয় সহযোগিতা, হালাল পণ্যের বাণিজ্য, সফটওয়্যার, পরিষেবা, সরাসরি বিমান সংযোগ, পাট ও পাটজাত পণ্য বাণিজ্য, ব্যাংকিং খাত সহযোগিতা এবং পর্যটন খাত সহযোগিতা (বৌদ্ধ পর্যটনসহ) বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দেশের রপ্তানি খাত আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য সচিব। সংশ্লিষ্টরা জানান, স্বল্পমূল্যের পোশাক থেকে বাংলাদেশ ধীরে ধীরে উচ্চমূল্যের বাজারে ঢুকতে চাইছে। সেক্ষেত্রে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে দেশের পোশাক উদ্যোক্তারা। দেশটি এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশকে পেছনে ফেলে ২য় স্থানে উঠে এসেছে শক্ত প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ফ্যাশনেবল ও উচ্চমূল্যের পোশাক রপ্তানি করেই মূলত এগিয়ে যাচ্ছে দেশটি।

বাংলাদেশ এখনো স্বল্পমূল্যের পোশাক রপ্তানি করে থাকে। ফলে পরিমাণে বেশি রপ্তানি করলেও মূল্যের হিসাবে বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে ভিয়েতনাম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম ৩২০ কোটি ডলারের পোশাক বেশি রপ্তানি করেছে। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ খবর