শিরোনাম
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত

স্বেচ্ছায় আত্মাহুতির হুমকি

প্রতিদিন ডেস্ক

আমরণ অনশনরত পাটকল শ্রমিকরা গতকাল দ্বিতীয় দিনের মতো প্রচন্ড শীত এবং ঘন কুয়াশার ভিতর খোলা জায়গায় সময়  কাটিয়েছেন। দাবি আদায় না হওয়ায় অনশনরতদের কেউ কেউ স্বেচ্ছায় আত্মাহুতিরও হুমকি দিয়েছেন। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা, নরসিংদী, রাজশাহীতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা এ অনশন কর্মসূচি পালন করছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : গতকাল দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করেছেন শ্রমিকরা। শীতের রাতে খোলা জায়গায় ঠান্ডা হাওয়া ও ক্ষুধা-তৃষ্ণায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। তারা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলেছেন। জানা গেছে, পরিবার-পরিজন নিয়ে অনশনস্থলে অবস্থান, শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলনসহ শ্রমিকদের স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি নিয়েও আলোচনা হচ্ছে। নরসিংদী : প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো গতকাল পাটকল শ্রমিকরা অনশন করেছেন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক  রয়েছেন। রাজশাহী : কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা।

সর্বশেষ খবর