বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পদ্মা সেতুর ৩ কিমি দৃশ্যমান

বসল ২০তম স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ৩ কিমি দৃশ্যমান

দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা বহুমুখী সেতুর কাজ। এরই মধ্যে ৪১টি স্প্যানের মধ্যে ২০টি স্প্যান পিলারের ওপর উঠে পড়েছে। গতকাল একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান হয়ছে। সার্বিক কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। নদী শাসনসহ আনুষঙ্গিক  কাজ চলছে দ্রুত গতিতে। গতকাল দুপুর দেড়টার দিকে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর বসেছে পদ্মা  সেতুর ২০তম স্প্যান। এতে সেতুটির অর্ধেক অর্থাৎ ৩ কিলোমিটর সেতু দৃশ্যমান হলো। এই লক্ষ্যে সকাল ৯টার দিকে লৌহজংয়ের কুমারভোগ কনস্টাকশন ইয়ার্ড থেকে ৩৬০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার ভাসমান  ক্রেন, তিয়ানইতে চড়ে রওনা হয় ১৫০ মিটার দৈর্ঘ্যরে ধুসর রঙের স্প্যানটি। কয়েক ঘণ্টার আনুষ্ঠানিকতা সেরে বেলা দেড়টার দিকে ১৮ ও ১৯তম পিলার দুটোর ওপরে স্থাপন করা হয় স্প্যানটি। এই স্প্যান বসানোর ফলে দৃশ্যমান হলো পদ্মা বহুমুখী সেতুর তিন হাজার মিটার। ২০তম স্প্যান বসানোর মাধ্যমে এই মাসেই বসল তিনটি স্প্যান। ইতিমধ্যে সেতুর সার্বিক কাজের ৮৫ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর