বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোররাতে বিএনপি ঘোষণা দিল কাউন্সিলর প্রার্থী

দক্ষিণে ৪৫ জন উত্তরে অর্ধেকই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

তিন দিন পর সোমবার ভোররাতে ঢাকা দুই সিটি করপোরেশনের চূড়ান্ত কাউন্সিলর প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। তবে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। কাউন্সিলর পদে অধিকাংশই নতুন প্রার্থী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি সাধারণ  ওয়ার্ডের মধ্যে অন্তত ৪৫ জন প্রার্থী রয়েছেন, যারা এই প্রথম কাউন্সিলর পদে ভোট করছেন। উত্তর সিটিতেও ৫৪টি ওয়ার্ডের মধ্যে প্রায় অর্ধেকই নতুন প্রার্থী। প্রার্থীর তালিকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল করা নেতারাও রয়েছেন। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকার মধ্যে মধ্যরাতে কয়েকজনকে পরিবর্তন করা হয়। এ নিয়েও দলের ভিতরে-বাইরে সমালোচনার ঝড় বইছে। সোমবার ভোর রাত ৪টা ২২ মিনিটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকার দুই সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা পাঠান।

দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত ওয়ার্ডের সাধারণ প্রার্থীরা হলেনÑ ১. ঘোষণা হয়নি, ২. মাসুদ চৌধুরী, ৩. মো. আবুল হোসেন, ৪. মো. গোলাম হোসেন, ৫. মনোয়ার হোসেন, ৬. শামসুল হুদা, ৭. সামসুল হুদা (কাজল), ৮. আলমগীর হোসেন, ৯. নাম ঘোষণা হয়নি, ১০. মো. হারুন অর রশীদ, ১১. মির্জা আসলাম আসিফ, ১২. ফজলে রুবাইয়াত, ১৩. আব্বাস উদ্দিন সরকার, ১৪. আবদুল আজিজ, ১৫. শফিক উদ্দিন ভূঁইয়া, ১৬. সিরাজুল ইসলাম, ১৭. মো. আলাউদ্দিন আহমেদ, ১৮. মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ১৯. ঘোষণা হয়নি, ২০. ঘোষণা হয়নি, ২১. খাজা হাবিবুল্লাহ হাবিব, ২২. মো. আনিসুর রহমান, ২৩. মো. আমিনুল ইসলাম, ২৪. মো. মোশারফ হোসেন, ২৫. হাজী আলতাফ হোসেন, ২৬. মীর আশরাফ আলী আজম, ২৭. শাহিদা মোরশেদ, ২৮. আনোয়ার পারভেজ, ২৯. শহিদুল ইসলাম, ৩০. হুমায়ুন কবির, ৩১. হাজী এম এ কাইয়ুম, ৩২. মো. তাজ উদ্দিন আহমেদ, ৩৩. ঘোষণা হয়নি, ৩৪. মামুন আহম্মেদ, ৩৫. ইয়াকুব সরকার, ৩৬. আবু তাহের, ৩৭. মো. ফরহাদ রানা, ৩৮. মেহেরুন নেছা, ৩৯. সাব্বির আহমেদ, ৪০. মকবুল ইসলাম খান, ৪১. লিয়াকত আলী, ৪২. মো. মোসলেমুর রহমান, ৪৩. মোস্তাফিজুর রহমান ফয়েজ, ৪৪. ম. আবদুস সাহেদ, ৪৫. আ. কাদির, ৪৬. মো. ফারুক, ৪৭. কাজী মাহাবুব মাওলা হিমেল, ৪৮. মো. আবদুল কাদের, ৪৯. বাদল সরদার, ৫০. মো. ওয়াহিদুজ্জামান, ৫১. নাম ঘোষণা হয়নি, ৫২. রবিউল ইসলাম, ৫৩. মীর হোসেন, ৫৪. মো. মোজাম্মেল হোসেন, ৫৫. মো. সামির, ৫৬. মো. নাঈম, ৫৭. সাইফুল ইসলাম, ৫৮. সেলিম রেজা, ৫৯. মো. আসলাম মোল্লা, ৬০. মো. ইউসুফ আলী ভূঁইয়া, ৬১. মো. জুম্মন মিয়া, ৬২. সৈয়দ আহমেদ, ৬৩. সোহেল আহমেদ, ৬৪. মো. আহসান উল্লাহ, ৬৫. মো. সানাউল্লাহ মিয়া, ৬৬. মো. আকবর হোসেন ভূঁইয়া নান্টু, ৬৭. এস এম রেজা চৌধুরী সেলিম, ৬৮. মো. আনিসুজ্জামান, ৬৯. শামীম আহমেদ, ৭০. মো. এম এ আজিম, ৭১. মো. খোরশেদ আলম, ৭২. জিয়াউল হক রতন, ৭৩. এইচ এম সোহরাওয়ার্দী, ৭৪. আবদুল হান্নান খান ও ৭৫. আকবর হোসেন থানা।
ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি প্রার্থী তালিকাÑ ১. মোস্তাফিজুর রহমান, ২. সাজ্জাদ হোসেন, ৩. হাজী আবু তৈয়ব, ৪. মো. সাইফুল ইসলাম, ৫. আনোয়ার হোসেন, ৬. মাহফুজ হোসেন খান, ৭. মো. দেলোয়ার হোসেন, ৮. ফেরদৌস আহমেদ, ৯. মো. সাইদুল ইসলাম, ১০. মো. মাসুদ খান, ১১. মো. শামীম পারভেজ, ১২. মো. শহীদুর রহমান, ১৩. আনোয়ার শাহাদাৎ খান, ১৪. মো. আক্তার হোসেন, ১৫. মো. লিয়াকত আলী, ১৬. মো. হাবিবুর রহমান, ১৭. মো. শাহীনুল আলম, ১৮. শরীফ উদ্দিন, ১৯. ফারুক হোসেন ভূঁইয়া, ২০. মো. মিজানুর রহমান, ২১. এ জি এম শামসুল হক, ২২. ফয়েজ আহমেদ, ২৩. মো. হেলাল কবির, ২৪. হুমায়ুন কবির আহম্মেদ, ২৫ সাইফুল ইসলাম, ২৬. মো. আজিজুল রহমান মুছাব্বির, ২৭. আনোয়ারুজ্জামান আনোয়ার, ২৮. আফতাব উদ্দিন জসিম, ২৯. ঘোষণা হয়নি, ৩০. হাজী নাসির উদ্দিন, ৩১. মো. সাজেদুল হক খান, ৩২. আতিকুল ইসলাম মতিন, ৩৩. এম এস আহমেদ আলী, ৩৪. ওসমান গণি শাহজাহান, ৩৫. শেখ আমির হোসেন, ৩৬. সাজেদা আলী হোসেন, ৩৭. এম এ বাশার, ৩৮. মো. জাহাঙ্গীর মোল্লা, ৩৯. মো. দেলোয়ার হোসেন, ৪০. ঘোষণা হয়নি, ৪১. নবী হোসেন, ৪২. তহিরুল ইসলাম তুহিন, ৪৩. মো. আক্তার হোসেন, ৪৪. মো. আনোয়ার হোসেন, ৪৫. জাহাঙ্গীর আলম, ৪৬. মো. আতিকুর রহমান, ৪৭. মো. মোতালেব হোসেন, ৪৮. আলী আকবর আলী, ৪৯. মো. শাহাবুদ্দিন, ৫০. দেওয়ান মো. নাজিম উদ্দিন, ৫১. মো. আফাজ উদ্দিন, ৫২. মো. আলমাস আলী, ৫৩. মো. মোস্তফা জামান ও ৫৪. ঘোষণা হয়নি।
উত্তর সিটিতে সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদের প্রার্থী তালিকাÑ ১. রাবেয়া আলম ১, ১৭, ১৮, ২. আমেনা খাতুন ৪, ১৫, ১৬, ৩. মেহেরুন্নেছা হক ২, ৩, ৫, ৪. সৈয়দা মিলি জাকারিয়া ৬, ৭, ৮, ৫. নাজমা কবির ৯, ১০, ১১, ৬. নাসরিন মিতু ১২, ১৩, ১৪, ৭. পেয়ারা মোস্তফা ১৯, ২০, ২১, ৮. মোছা. নিলুফার ইয়াসমিন ২২, ২৩, ৩৬, ৯. রীনা বাসার ২৪, ২৫, ৩৫, ১০. রোকেয়া সুলতানা তামান্না ২৬, ২৭, ২৮, ১১. খন্দকার ফারহানা ২৯, ৩০, ৩২, ১২. অ্যাডভোকেট রুনা লায়লা ৩১, ৩৪, ৩৬, ১৩. আয়েশা আক্তার ৩৮, ৩৯, ৪০, ১৪. সালেহা ইসলাম ৩৭, ৪১, ৪২, ১৫. আইরিন সুলতানা লাকি ৪৩, ৪৪, ৪৫, ১৬. ইলোরা পারভীন ৪৬, ৪৭, ৪৮, ১৭. লুৎফা খানম চৌধুরী ৪৯, ৫০, ৫১ এবং ১৮. সোহেলী পারভীন শিখা ৫২, ৫৩, ৫৪।
দক্ষিণ সিটিতে সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদের প্রার্থী তালিকাÑ ১. হোসনে আরা লিজা ২, ৩, ৪, ২. হোসনে আরা চৌধুরী ৫, ৬, ৭, ৩. রুমা আক্তার ৮, ৯, ১০, ৪. মাজেদা বেগম ১, ১১, ১২, ৫. বিলকিস আক্তার ১৩, ১৯, ২০, ৬. রাফিকা আফরোজ ১৬, ১৭, ২১, ৭. সাজেদা বেগম ১৪, ১৫, ১৮, ৮. (ঘোষণা হয়নি) ২২, ২৩, ২৬, ৯. ফারিয়া ফারুক মুক্তা ২৪, ২৫, ২৯, ১০. শামসুন নাহার ভূঁইয়া ২৭, ২৮, ৩০, ১১. নাসরীন রশিদ পুতুল ৩১, ৩২, ৩৩, ১২. সুরাইয়া বেগম ৩৫, ৩৬, ৩৭, ১৩. মোসা. রেহানা ইয়াসমিন ডলি ৩৪, ৩৮, ৪১, ১৪. ফরিদা ইয়াসমিন ৩৯, ৪০, ৪৯, ১৫. শাহানাজ আক্তার মিতু ৪৮, ৫০, ৫১, ১৬. মণি বেগম ৪২, ৪৩, ৪৪, ১৭. হাসিনা বেগম ৪৫, ৪৬, ৪৭, ১৮. খালেদা আলম ৫২, ৫৩, ৫৪, ১৯. সেতারা বেগম ৫৫, ৫৬, ৫৭, ২০. ৭৩, ৭৪, ৭৫ (ঘোষণা হয়নি) ২১. কাজী রায়দা সুলতানা ৭০, ৭১, ৭২, ২২. পলি আক্তার ৬৭, ৬৮, ৬৯, ২৩. রিনা ইয়াসমিন ৬৪, ৬৫, ৬৬, ২৪. সালেহা আক্তার ৬১, ৬২, ৬৩ এবং ২৫. চায়না আক্তার ৫৮, ৫৯, ৬০।

সর্বশেষ খবর