বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নতুন বইয়ের উৎসবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

নতুন বইয়ের উৎসবে শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। বই পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছে সারা দেশের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিকের শিক্ষার্থীরা। সারা দেশের স্কুলে-স্কুলে ও মাদ্রাসায় একযোগে গতকাল আয়োজন করা হয় বই উৎসবের। সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত ২০২০ শিক্ষাবর্ষে ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ ছাত্র-ছাত্রীর হাতে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিনামূল্যে তুলে দেওয়া হয়। উৎসবের মধ্য  দিয়ে নতুন বইয়ের পাশাপাশি প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অনুশীলন খাতাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে কয়েক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। গতকাল সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাস্তরের বই বিতরণ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয় বই উৎসবের। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একই সময়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উপলক্ষে সাভারে অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিকের বই উৎসবে বাড়তি আকর্ষণ ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গিয়ে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ, এমপি শিরিন আক্তার ও নজরুল ইসলাম বাবু। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘দিনে দিনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য আনন্দময় করে তুলছি। এ সরকারের শিক্ষায় অবদানের ফলেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া সম্ভব হয়েছে।’ সাভারে বই বিতরণ উৎসব উপলক্ষে অধরচন্দ্র স্কুলের পাঠ্যপুস্তক উৎসবের সূচনা হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানো এবং শিক্ষাকে আনন্দময় করতে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনে কাজ করছে সরকার। সে ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শারীরিক শিক্ষা, খেলাধুলা, চারু ও কারু এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি প্রভৃতি বিষয় এ বছর থেকে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আসবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বছরের শুরুতে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ সরকারের বড় অর্জন। জিপিএ-৫ এর ধারণা থেকে বের হয়ে আদর্শ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের।

সর্বশেষ খবর