বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবারও বছরের প্রথম দিন রাজপথে কাটল পাটকল শ্রমিকদের

প্রতিদিন ডেস্ক

এবারও বছরের প্রথম দিন রাজপথে কাটল পাটকল শ্রমিকদের

গতবারের মতো এ বছরের প্রথম দিনও ১১ দফা দাবি আদায় আন্দোলনে রাজপথে কেটেছে পাটকল শ্রমিকদের। আমরণ কর্মসূচির টানা তিন দিনেও দাবি পূরণ না হওয়ায় গতকাল চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে উৎপাদন বন্ধ রেখে অনশন পালন করেন পাটকল শ্রমিকরা। এর মধ্যে কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য- খুলনা : খালিশপুর বিআইডিসি সড়কে চতুর্থ দিনের মতো অনশন পালন করেন পাটকল শ্রমিকরা। খুলনা অঞ্চলের নয়টির মধ্যে সাতটি পাটকলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে গড়ে প্রতিদিন ১ কোটি টাকা পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে।

নরসিংদী : চতুর্থ দিনের মতো চলছে নরসিংদীতে পাটকল শ্রমিকদের আন্দোলন। প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমিকরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। রাজশাহী : কনকনে শীত উপেক্ষা করে রবিবার দুপুর থেকে রাজশাহী পাটকলের মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। রাতভর মিলের মূল ফটকে অবস্থানের পর সকাল থেকে তারা নানা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। শীতের কারণে পাটকল শ্রমিকের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর