শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রেডিও ক্যাপিটালের বর্ষপূর্তিতে বসুন্ধরা চেয়ারম্যান

দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নে ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রতিষ্ঠা করি

নিজস্ব প্রতিবেদক

দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নে ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রতিষ্ঠা করি

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গতকাল রেডিও ক্যাপিটালের বর্ষপূর্তির কেক কাটেন -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘আমার স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই স্বপ্নে আমি ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রতিষ্ঠা করি। ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট মিডিয়া শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচিত, জনপ্রিয় ও বড় মিডিয়া হাউসে পরিণত হয়েছে। ইউরোপ-আমেরিকা থেকেও আমাদের পত্রিকা বের হচ্ছে। এ মিডিয়া হাউসের অঙ্গপ্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল আজ চতুর্থ বর্ষে পা দিয়েছে। আশা করি, রেডিওটি দেশের সবচেয়ে বড় রেডিও স্টেশনে পরিণত হবে। রেডিও ক্যাপিটালকে আমরা ৬৪ জেলায় নিয়ে যেতে চাই।’ গতকাল সকালে কেক কেটে ‘রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’-এর বর্ষপূর্তির অনুষ্ঠানমালা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রেডিও স্টেশনটি তিন বছর পেরিয়ে গতকাল চতুর্থ বর্ষে পদার্পণ করে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিনভর রেডিও ক্যাপিটালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও রেডিও ক্যাপিটালের কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তিতে রেডিও ক্যাপিটালের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আরও বলেন, ‘রেডিও বহু যুগ আগে, বাবা-দাদাদের আমল থেকে জনপ্রিয়। আমি মনে করি, এ জনপ্রিয়তা আরও হাজার বছর থাকবে। এখনো অনেক বাসায় গভীর রাতে মানুষকে রেডিও শুনতে দেখা যায়। যুগ যুগ ধরে রেডিওর প্রতি মানুষের যে আকর্ষণ সেই জায়গা থেকে আমরা ফিরতে চাই না। রেডিও ক্যাপিটালকে আমরা ৬৪ জেলায় নিয়ে যেতে চাই।’ তিনি বলেন, ‘আজ আমার সব স্বপ্নের মূলে আমার সঙ্গে থাকা কর্মীবৃন্দ। আমাদের প্রতিষ্ঠানের সকল কর্মীর একটা বড় গুণ হলো তারা সবাই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করেন। প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়দায়িত্ব না থাকলে আজ প্রতিষ্ঠানগুলো সাফল্যের এই পর্যায়ে আসতে পারত না। আমাদের অনেক কর্মী আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত। আশা করি, রেডিও ক্যাপিটাল ও আমাদের সকল কর্মীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

নঈম নিজাম বলেন, ‘ঠিক তিন বছর আগে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের হাত ধরে যাত্রা করেছিল রেডিও ক্যাপিটাল। তার পর থেকে রেডিও ক্যাপিটাল টিমের আন্তরিক প্রচেষ্টায় ও জনপ্রিয় নানা আয়োজনের মাধ্যমে রেডিও স্টেশনটি শ্রোতাদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। নতুন বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিজিটাল মিডিয়ায় যুক্ত হওয়া। আশা করি, আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও শ্রমে নতুন যাত্রা ও নতুন মাত্রায় রেডিও ক্যাপিটাল তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’

ইমদাদুল হক মিলন বলেন, ‘রেডিও ক্যাপিটালের শুরুতে আমি এখানে নিয়মিত একটি অনুষ্ঠান করতাম। তাই রেডিওটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বসুন্ধরা চেয়ারম্যান যে স্বপ্ন দেখেন তিনি তা বাস্তবায়ন তো করেনই, সেই স্বপ্নকে ছাড়িয়ে যান।’

মোস্তফা কামাল বলেন, রেডিও ক্যাপিটাল ইস্ট ওয়েস্ট মিডিয়ার অন্যান্য গণমাধ্যমের তুলনায় পরে যাত্রা করলেও ঢাকা শহরের ঘরে ঘরে, গাড়িতে শোনা যায়।

এনামুল হক চৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে সব সময় চলি। আমরা উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছি সবাই। প্রতিষ্ঠাবার্ষিকীতে রেডিও ক্যাপিটালের জন্য অনেক শুভ কামনা।’

পীর হাবিবুর রহমান বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানই সফল। একই পরিবারের মতো এই বিশাল মিডিয়া হাউস এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

রাহুল রাহা বলেন, রেডিও ক্যাপিটালের নাটক ও গান অসাধারণ। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে রেডিওর একটা বিশাল চাহিদা রয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়ার সব প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য- মানুষের কাছে খবর, বিনোদন, ক্রীড়াসহ দৈনন্দিন জীবনের সব তথ্য দ্রুত পৌঁছে দেওয়া।

সর্বশেষ খবর