শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বছরেও বৈঠক হয় না গুরুত্বপূর্ণ কমিটির

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির প্রতিবেদন

আকতারুজ্জামান

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানা ক্ষেত্রেই সরকারি আইন লঙ্ঘন করে চলেছে। বেশির ভাগই বোর্ড অব ট্রাস্টিজের বৈঠকসংক্রান্ত নিয়ম মানছে না। প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষার বদলে ব্যবসাকে। এসব তথ্য উঠে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এ বলা আছে, সুশাসন প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা দূর করতে অন্তত একবার সভার আয়োজন করবে বোর্ড অব ট্রাস্টিজ। কারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন, হিসাব-নিকাশ অনুমোদন, বাজেট অনুমোদনসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এ বোর্ড অব ট্রাস্টিজের। কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের এই কমিটি এক বছরে একবারও বৈঠক করেনি। এ ছাড়া একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটিসহ আরও বেশ কয়েকটি কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়নি অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তথ্যানুযায়ী, ২০১৮ সালে বোর্ড অব ট্রাস্টিজের কোনো বৈঠক করেনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, টাইমস্ ইউনিভার্সিটি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়নি এমন বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, টাইমস্ ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব স্কলার্স, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। অর্থ কমিটির বৈঠকই হয়নি প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, টাইমস্ ইউনিভার্সিটি, রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব স্কলার্স, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। সিন্ডিকেট সভার কোনো বৈঠক করেনি বাংলাদেশ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, টাইমস্ ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব স্কলার্স, এনপিআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম ও সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউজিসি বলছে, এসব বৈঠক না করার ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করছে বিশ্ববিদ্যালয়গুলো। ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান গতকাল এই প্রতিবেদককে বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে এক বছরেও গুরুত্বপূর্ণ এসব কমিটির বৈঠক হয় না, তাদের লেখাপড়া নয়, ব্যবসাই মূল উদ্দেশ্য।

সর্বশেষ খবর