শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৯০ ভাগ মানুষ বিএনপিকে চায় না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষই নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে চায় না। এই পার্সেন্টেজ আরও কমবে। ৯১ শতাংশ থেকে ৯২ শতাংশ, ৯২ থেকে ৯৪ শতাংশ এভাবে তলানিতে গিয়ে তারা পৌঁছাবে। গতকাল সকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে গঠিত টিমের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘দেশের ৯০ শতাংশ মানুষ ক্ষমতাসীন সরকারকে সরকারে দেখতে চায় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। সিটি নির্বাচনে ইভিএমে ভোটে কারচুপি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে কারচুপির অভিযোগ এখনো আসেনি। এমনকি যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেখানে বিএনপির ভোটের রেকর্ডও বেশি। তিনি বলেন, নির্বাচন হওয়ার আগেই এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হয় না। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক নেই। তারা নিজেদের হিসাব মতো চলে। তারা গণতন্ত্রের ভাষা বোঝেন না, তারা আইন মানেন না, তারা আদালত মানেন না, তারা সংসদ মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতার রাজনীতি করে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় গিয়ে তাদের লক্ষ্য হয় লুটপাট, দুর্নীতি ও হাওয়া ভবন সৃষ্টি করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর