শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাবলিক বিশ্ববিদ্যালয়

নিরীক্ষা প্রতিবেদনে অনিয়মের চিত্র

নিজস্ব প্রতিবেদক

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্টে এবার উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের অনিয়ম ও অনৈতিকতার চিত্র। প্রতিবেদন অনুযায়ী, বুয়েটের পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষার টেস্টিং ফি আদায় করা হলেও তা জমা হয়নি বিশ্ববিদ্যালয়ের তহবিলে। শিক্ষকরা তা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায়কৃত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি জমা হচ্ছে না বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট তহবিলে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূল বেতনের সঙ্গে ব্যক্তিগত ভাতা যোগ করে বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করছেন, বিধিবহির্ভূতভাবে গ্রহণ করছেন গবেষণা ভাতা। একইভাবে উচ্চতর শিক্ষাশেষে চাকরিতে যোগদান না করা সত্ত্বেও গ্রহণ করছেন বেতন-ভাতাদি। থেমে নেই কর্মচারীরাও। বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা বিধিবহির্ভূতভাবে যাতায়াতের ভাতার নামে এক বছরেই গ্রহণ করেছেন প্রায় ৩০ কোটি টাকা। জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গতকাল অনুষ্ঠিত ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২১তম বৈঠকে এসব তথ্য উপস্থাপিত হয়। কমিটি আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এসব টাকা আদায় করে অডিটের সন্তুষ্টি সাপেক্ষে আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করেছে। এ ছাড়া পার্টিকে বিলের চেয়ে বেশি টাকার চেক ইস্যু করায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পাশাপাশি দায়ীদের কাছ থেকে টাকা আদায় করার সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আবদুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম টিটু, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর