রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সংকট চ্যালেঞ্জে শিক্ষাঙ্গন

৭ জানুয়ারি নতুন মেয়াদের সরকারের এক বছর পূর্ণ হবে। তবে রাষ্ট্র ক্ষমতায় আগের দুটি মেয়াদ ধরলে বর্তমান সরকারের ধারাবাহিকতা ১১ বছরের। এর মাঝে শিক্ষাখাতে উন্নয়নে সরকার অনেক সফলতা অর্জন করেছে। বিনা বেতনে মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, বই উৎসব, শিক্ষা আধুনিকায়ন, মাদ্রাসা শিক্ষায় পরিবর্তন আনার কাজগুলো প্রশংসিত হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি মাধ্যমে বৈষম্য, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পূর্ণাঙ্গভাবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সম্পৃক্ত করতে না পারা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা না আনতে পারা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংকটসহ অনেক সমস্যার সমাধান হয়নি। আগামী চার বছরের মধ্যে কীভাবে শিক্ষাখাতে পরিবর্তন আনা যায়, সেসব বিষয় নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছেন জয়শ্রী ভাদুড়ী

সর্বশেষ খবর