রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষার মানোন্নয়নে জোর দিতে হবে

-মুহম্মদ মিজানউদ্দিন

শিক্ষার মানোন্নয়নে জোর দিতে হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, দেশে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার হার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সার্টিফিকেট এবং গ্রেড নির্ভর শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই গুণগত শিক্ষা ও জ্ঞান নিশ্চিত করতে মানোন্নয়নে জোর দিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসএসসি পর্যন্ত শিক্ষায় কোনো বিভাজন না রাখা খুব ভালো উদ্যোগ। এতে প্রয়োজনীয় বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা পূর্ণ হবে। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে পারে। বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীদের ভাষায় দৈন্য লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের দুর্বলতাগুলো বোঝা যাচ্ছে। তার মানে প্রাথমিক, মাধ্যমিকে শেখায় কিছু ঘাটতি থেকে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে শেখার চেয়ে পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, প্রাথমিক, মাধ্যমিকে আরও বেশি প্রণোদনা প্রয়োজন। দেশে বিষয়ভিত্তিক চাকরির বাজারে কিছু সংকট রয়েছে। বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীদের সে অনুযায়ী চাকরি পাচ্ছে না। সবাইকে বিসিএস এবং ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। উচ্চশিক্ষায় গবেষণার খাতকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে। পাশের দেশগুলোর চেয়ে আমাদের শিক্ষাবাজেট বেশ কম। তাই শিক্ষা বাজেট বাড়ানোও জরুরি বলে মনে করছি।

সর্বশেষ খবর