রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কারিগরিতে অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন

-ছিদ্দিকুর রহমান

কারিগরিতে অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা উচিত। মৌলিক শিক্ষা সম্পন্ন হলে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এরপর কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নিতে হবে। কারণ উচ্চশিক্ষা সবার প্রয়োজন নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বাধ্যতামূলক শিক্ষা শেষে মেধার ভিত্তিতে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু সবার সেক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই। বৃত্তিমূলক শিক্ষার মধ্যে রয়েছে, মৎস্য পালন, পোলট্রি ফার্মিং। এরপরে কারিগরি শিক্ষার দিকে নিয়ে যেতে হবে। এতে শিক্ষিত বেকারের সংখ্যা কমবে।

ড. ছিদ্দিকুর রহমান আরও বলেন, পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিকে সত্যিকার অর্থেই সৃজনশীল করে তুলতে হবে। যারা অত্যন্ত মেধাবী তাদের উচ্চশিক্ষার পথ সুগম করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার দিকে জোর বাড়াতে হবে।

সর্বশেষ খবর