শিরোনাম
রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে বিচ্ছিন্ন সংঘর্ষে ছাত্রলীগ

প্রতিদিন ডেস্ক

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এতে পুলিশসহ অনেকে আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট : সিলেটের বিয়ানীবাজারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে আহত হয়েছেন ৭ জন। গতকাল দুপুর সাড়ে ১২টায় কলেজ রোডে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেকের নেতৃত্বাধীন রিভারবেল্ট ও কে এইচ সুমনের নেতৃত্বাধীন স্বাধীন গ্রুপের নেতা-কর্মীদের  মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি এবং এরপর সংঘর্ষ শুরু হয়। ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সদরপুরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টেডিয়াম চত্বর এলাকায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিতরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীম অভিযোগ করে বলেন, ফরিদপুর-৪ আসনের (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। নিক্সন চৌধুরীর সমর্থক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, হামলার ঘটনায় এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সর্বশেষ খবর