রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সোনার ভরি ছাড়াল ৬০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার ভরি ছাড়াল ৬০ হাজার টাকা

আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতিভরি সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। ইরাকে ইরানের সামরিক কমান্ডারকে যুক্তরাষ্ট্র হত্যা করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠায় বিশ্ববাজারে অস্থির হয়ে উঠেছে সোনার দাম। ফলে বাংলাদেশে ছয় বছর পর ২২ ক্যারেটের সোনা প্রতিভরি দাম ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। অন্য মানের সোনাও প্রতিভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। গতকাল বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন এই দাম আজ রবিবার থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এ দর বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সোনার দাম বৃদ্ধি প্রসঙ্গে গতকাল বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ব বাজারে সোনার দাম অস্থির হয়ে উঠেছে। একদিনেই প্রতি আউন্স (২ দশমিক ৬৮৪ ভরি) ৫২ ডলার বেড়েছে। সে কারণে সোনার দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। বাজসু বলেছে- আজ থেকে প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। প্রসঙ্গত, ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের বাজারে সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়াল। এর আগে ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর সোনার দাম প্রতি ভরি ৭০ হাজার ছাড়িয়েছিল। এবার সোনার দাম বাড়লেও রুপার দর অপরিবর্তিত রেয়েছে। আগের  ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।

সর্বশেষ খবর