রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টাঙ্গাইলে এক রাতে তিন বিচারকের বাসায় চোর

টাঙ্গাইল প্রতিনিধি

সংঘবদ্ধ একটি চোরের দল টাঙ্গাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমানের বাসার মালামাল তছনছ করেছে। এ ছাড়া আরেকজন বিচারকের বাড়িতে গ্রিল কেটে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং মাঠে অবিস্থত তিন বিচারকের বাসায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো মালামাল খোয়া যায়নি। এ ঘটনায় গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু বকর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনাটি খুবই রহস্যজনক বলে মনে করছেন বিচারক এবং পুলিশ। এ ব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোনো লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সব মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা এবং মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও তারা কোনো কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসায় গ্রিল কাটার চেষ্টা করে। কিন্তু তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি। এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রিল কেটে বাসার ভিতর প্রবেশ করলেও কোনো জিনিসপত্র চুরি হয়নি। কারা কেন কী উদ্দেশ্যে গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। পুলিশ এ ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুতই জড়িতদের  গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর